বাংলাদেশের প্রথমবার টি-টোয়েন্টি জয় নিউজিল্যান্ডের মাটিতে

শিরোনাম

Hotline

বাংলাদেশের প্রথমবার টি-টোয়েন্টি জয় নিউজিল্যান্ডের মাটিতে

Image

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাটে জয়ের স্বাদ পেল। কিউইদের প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টিতে হারিয়েছে টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলে জয় শূন্য ছিল বাংলাদেশ।

আজ বুধবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ম্যাকলন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ৯ উইকেটে ১৩৪ রান করে কিউইরা।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে টিম সাউদির হাতে ক্যাচ দেন রনি তালুকদার (১০)। নাজমুল হোসেন শান্ত ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেন জেমস নিশামের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে।

সৌম্য ছিলেন দ্রুত রান তোলার চেষ্টায়। তবে ২২ (১৫) রানের বেশি করতে পারেননি, বোল্ড হন বেন সিয়ার্সের বলে। তাওহীদ হৃদয় একটা ভালো ইনিংসের আভাস দিলেও ১৮ বলে ১৯ রান করে ফিরেন স্যান্টনারের বলে। আফিফ হোসেন করেন মাত্র ১ রান।

তবে লিটন দাস ছিলেন অনবদ্য। সাত নম্বরে ব্যাট করতে নামা শেখ মেহেদীকে নিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ম্যাচ শেষ করে আসেন লিটন। মেহেদী ১৬ বলে ১৯ আর লিটন দাস অপরাজিত ৪২ (৩৬) রানের ইনিংস খেলেছেন।

নিউজিল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নেন টিম সাউদি, অ্যাডাম মিলনে, জেমি নিশাম, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শেখ মেহেদী-শরিফুল ইসলামদের বোলিং তোপে বিপাকে পড়ে কিউই ব্যাটাররা। প্রথম ওভারেই শেখ মেহেদীর বলে বোল্ড হন টিম সেফার্ট (০)।

দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নেন শরিফুল ইসলাম। ফিন অ্যালেনকে ১ আর গ্লেন ফিলিপসকে ০ রানে ফেরান সাজঘরে। মাত্র ১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।

দলীয় ২০ রানের মাথায় ড্যারেল মিচেলকে ১৪ রানে ফেরান শেখ মেহেদী। টপ-অর্ডার ভেঙে যাওয়ার পর ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪৮ (২৯) রানের ঝোড়ো ইনিংস খেলেন জেমি নিশাম। এছাড়া স্যান্টনার ২৩ ও ১৯ রান করেন মার্ক চ্যাপম্যান।

শেখ মেহেদী ৪ ওভারে ১৪ রানে নেন ২ উইকেট। ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। মোস্তাফিজ ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট।

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.