চরকি তে শীঘ্রই আসছে অনম বিশ্বাস এর প্রথম Chorki Original Film “দুই দিনের দুনিয়া”
অভিনয়ে : ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী🔥
চঞ্চল চৌধুরী ❤️ অভিনয় জগতের এক কিংবদন্তির নাম। যার কাজ দেখার জন্য বছরখানেক অপেক্ষা করলেও ১ বছর পরে কাজ দেখে আফসোস হবে না।তার সম্প্রতি কয়েকটা কাজ দিয়েও যদি তাকে বর্ননা করতে যাই তবে সেখানে একটা শব্দই বার বার চলে আসে "অনবদ্য"। বিশেষ করে "কারাগার" দেখার পরে মনে হয়েছে চঞ্চল চৌধুরী যে এক পিছ সেটা তিনি আবার প্রমান করেছেন।
বরাবরের মতো নিখুঁত ও জাত অভিনেতা ফজলুর রহমান বাবু যিনি অভিনয়কে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এই দুইজনকে যখন একই পোস্টারে আপকামিং কোনো ফিল্মে কাজ করবে বলে দেখতে পাই, সেটা আমার মতো সিনেমা লাভারদের জন্য দারুন অনুভূতি। নিঃসন্দেহে দারুন কিছু পেতে যাচ্ছি।
পোস্টারে বাবু এবং চঞ্চলকে দুই ধরনের চরিত্রেtর মনে হচ্ছে। বাবুকে কোনো মোড়ল বা উচ্চশ্রেণির মানুষ বলে মনে হচ্ছে,আর চঞ্চলকে মনে হচ্ছে খেটে খাওয়া শ্রেনির মানুষ। দুইজন একই মেরুর চরিত্র নাকি বিপরীত মেরুর সেই জানতে হলে এখন থেকে অপেক্ষার পালা শুরু। নতুন এক রহস্যের ছোয়া পাবো বলে আশা রাখি। রহস্য ঘেরা দুনিয়ার রহস্য উন্মোচনের জন্য এখন শুধু অপেক্ষা আনাম বিশ্বাস পরিচালিত "দুই দিনের দুনিয়ার"।
Download Link Below :
One Click Download Beta
Download 1080P-9GB
