একজন ‘স্বনামধন্য ক্ল্যাসিকাল গায়কের’ কাছ থেকে নিয়ম করে তালিম নিচ্ছেন এই অভিনেতা।

আমির খান
বলিউড অভিনেতা আমির খান ফের নতুন অবতারে ধরা দিতে যাচ্ছেন? খবর মিলেছে, রোজ এক ঘণ্টা করে শাস্ত্রীয় সংগীত শিখছেন‘মিস্টার পারফেকশনিস্ট’।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, একজন ‘স্বনামধন্য ক্লাসিক্যাল গায়কের’ কাছ থেকে নিয়ম করে তালিম নিচ্ছেন অভিনেতা।
বরাবরই নতুন কিছু শিখতে ভালোবাসেন আমির। এর আগে মারাঠি শিখেছিলেন শুধুমাত্র মুম্বাইয়ের পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার জন্য। এবার কি তবে শখের বশেই ক্লাসিক্যাল গানের প্রশিক্ষণ নিচ্ছেন?
সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের ধারণা, নিশ্চয় জনপ্রিয় কোনো গায়কের বায়োপিকে দেখা যাবে এবার আমিরকে।
সর্বশেষ ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেন আমির। তবে সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি।