ডিসি পদে দুই জেলায় রদবদল

শিরোনাম

Hotline

ডিসি পদে দুই জেলায় রদবদল

Image

নিজস্ব প্রতিবেদক:জেলা প্রশাসক (ডিসি) পদে দুই জেলায় রদবদল করা হয়েছে। জেলা দুটি হলো- ময়মনসিংহ ও সুনামগঞ্জ। শনিবার (২ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা যায়, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানকে বদলি করে পাঠানো হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে।

অন্যদিকে জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে পদায়ন করা হয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্টদের বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে, দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.