চঞ্চল চৌধুরীর কণ্ঠে হাশিম মাহমুদের নতুন গান ‘বাজি’

শিরোনাম

Hotline

চঞ্চল চৌধুরীর কণ্ঠে হাশিম মাহমুদের নতুন গান ‘বাজি’

চঞ্চল চৌধুরী যেমন তুখোড় অভিনেতা, তেমনি গায়কও। তাঁর গাওয়া কয়েকটি গান হৃদয় ছুঁয়েছে শ্রোতাদের। এবার চঞ্চল চৌধুরী গাইলেন, ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার-সুরকার হাশিম মাহমুদের লেখা আরেকটি গান। ‘সাদা সাদা কালা কালা’ গানটিতে কণ্ঠ না দিলেও ভিডিওতে উপস্থিত ছিলেন ‘হাওয়া’ সিনেমার নায়ক চঞ্চল চৌধুরী। তবে এবার শুধু অভিনয় নয়, নিজের কণ্ঠের জাদু নিয়ে আবারও সবার সামনে হাজির হলেন গুণী অভিনেতা ও গায়ক চঞ্চল চৌধুরী। পাশাপাশি হাশিম মাহমুদের মতো নিভৃতচারী মেধাবী মানুষের লেখা গানের ভীষণ প্রশংসাও করেন অভিনেতা।
চঞ্চল চৌধুরীর কণ্ঠে গাওয়া নতুন এই গানের শিরোনাম ‘বাজি’। লেখক ও সুরকার হাশিম মাহমুদ।

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গানের একটি ভিডিও পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটি অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়েছিলাম। তখন হাশিম মাহমুদের এই গান পূর্বপ্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ সবার জন্য পোস্ট করলাম।’

গানের কথা হচ্ছে, ‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী, তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি…’। নতুন করে এই গানের সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। আংশিক ভিডিও ধারণ করেছেন তাহসিন। চঞ্চল লিখেছেন, ‘হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। “সাদা সাদা কালা কালা” কিংবা “ফুল ফুটেছে গন্ধে সারা মন” এসব গানের স্রষ্টা তিনি।’

হাশিম মাহমুদের লেখা ও সুরের ‘ফুল ফুটেছে’ গান নতুনভাবে প্রকাশ করেছিল কোক স্টুডিও বাংলা, যা তুমুল সাড়া ফেলেছিল তখন। গানের ভিউ অর্ধশতাধিক মিলিয়ন। ‘হাওয়া’ চলচ্চিত্রেও হাশিম মাহমুদের গান ‘সাদা সাদা কালা কালা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গের দর্শক-শ্রোতাদেরও মন জয় করেছে গানটি।

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.