পরিবেশ শান্ত হয়ে যাবে সেনা-বিজিবি নামলে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিরোনাম

Hotline

পরিবেশ শান্ত হয়ে যাবে সেনা-বিজিবি নামলে: স্বরাষ্ট্রমন্ত্রী

Image

নিজস্ব প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেনাবাহিনী ও বিজিবি নামলেই নির্বাচনকে কেন্দ্র করে এখন যেটুকু উত্তেজনা বা সহিংসতা দেখা যাচ্ছে, তা-ও থাকবে না। তখন পরিবেশ আরও শান্ত হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন দ্রুতই সেনা ও বিজিবিকে মাঠে মোতায়েন করবে। এতে নির্বাচনকে কেন্দ্র করে এখন যেটুকু উত্তেজনা দেখা যাচ্ছে, তা আর থাকবে না।

নির্বাচনকে আরও নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র আছে। সব নির্বাচনেই নির্বাচন কমিশন কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রর তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন।

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.