হিন্দু সমাজের ভালোবাসায় সিক্ত হলেন মাহি ও তাঁর স্বামী

শিরোনাম

Hotline

হিন্দু সমাজের ভালোবাসায় সিক্ত হলেন মাহি ও তাঁর স্বামী

Image

আব্দুস সবুর তানোর থেকে:মাহিয়া মাহি ভোট চাইতে গিয়েছিলেন। হঠাৎ বাড়ির উঠোনে সিনেমার নায়িকাকে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না গ্রামের হিন্দু সমাজের লোকজন। এ সময় উলুধ্বনি তুলে গায়ে লাল বেনারসি শাড়ি জড়িয়ে নায়িকাকে বরণ করে নেন তাঁরা।আজ সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটি কুমারপাড়ায় এমন ঘটনা ঘটেছে। এ সময় মাহির স্বামী রকিব সরকারকে ধুতি জড়িয়ে বরণ করে নেন তাঁরা। মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচারে গিয়ে হিন্দু সমাজের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মাহি ও তাঁর স্বামী।গ্রামের লোকজন বলেন, এত দিন টিভির পর্দায় দেখেছেন মাহিকে। বাস্তবে দেখতে পেয়ে পরম আনন্দে তাঁকে স্বাগত জানান তাঁরা। এই গ্রামে গিয়ে মাহি বলেন, ‘আমি আপনাদের মেহে মাহিয়া মাহি। আমাকে আপনারা ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।’

এদিন সকাল থেকেই মাহি চষে বেড়ান গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ। সকালে তিনি কাঁকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লী গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন। নেচে-গেয়ে তাঁদের সঙ্গে উৎসবে শামিল হন তিনি। এসময় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর সাথে কুশল বিনিময় করেন মাহি।

একই দিন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী গোদাগাড়ী উপজেলার মোহনায় ইউপির জৈটা বটতলা ও তানোর উপজেলার মুন্ডুমালা হাটে গণসংযোগ করেন কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী। গত রবিবার তিনি তালন্দ হাটসহ আশেপাশে গণসংযোগ করেন। এসময় সাধারণ ভোটার বিপুল সাড়া লক্ষ্য করা যায়। রাব্বানীর আগে নৌকার প্রার্থী এমপি ফারুক চৌধুরী তালন্দ, সুমাসপুর, কলেজপাড়ায় নির্বাচনী সভা করেন। এর পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এমপি কামারগাঁ বাজার ও মাদারীপুরে নির্বাচনী সভা করে পুনরায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে রাজশাহী-১ আসনেই সর্বোচ্চ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনপ্রিয়তা বিবেচনায় এই আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে উঠেছেন মাহিয়া মাহি।

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.