বর্ষসেরা গার্দিওলার ধারেকাছেও নেই আনচেলত্তি–ক্লপরা

শিরোনাম

Hotline

বর্ষসেরা গার্দিওলার ধারেকাছেও নেই আনচেলত্তি–ক্লপরা

 ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাএক্স

২০২৩ সালে বর্ষসেরা ক্লাব কোচ কে? এ নিয়ে অবশ্য মনে হয় না খুব বেশি গবেষণার প্রয়োজন আছে। বিশেষ কোনো অঙ্ক কষা ছাড়াই এ বছর পাঁচ শিরোপা জেতা পেপ গার্দিওলার নাম বলে দেওয়া যায়। ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণে সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসও (আইএফএফএইচএস) ২০২৩ সালের সেরা ক্লাব কোচ হিসেবে বেছে নিয়েছে গার্দিওলাকে।

এ বছর গার্দিওলা কতটা দাপুটে ছিলেন, তা আরও বেশি বোঝা যাবে আইএফএফএইচএসের দেওয়ার রেটিংয়ে তাকালে। ২৮১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে এই স্প্যানিশ কোচ। পয়েন্টের দিক থেকে তালিকায় গার্দিওলার ধারেকাছেও নেই অন্যরা।


বড় কোনো ট্রফি না জিতলেও এ তালিকায় দ্বিতীয় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। পয়েন্ট বিবেচনায় নিলে গার্দিওলার চেয়ে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে আছেন এই ইতালিয়ান কোচ। আনচেলত্তির রেটিং মাত্র ৫৬। আর এ তালিকায় তৃতীয় হয়েছেন ৩৩ বছর পর নাপোলিকে প্রথম সিরি ‘আ’ শিরোপা জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি।

১৯৯০ সালে ডিয়েগোর ম্যারাডোনার পর দীর্ঘ অপেক্ষা শেষে নাপোলিকে লিগ শিরোপার স্বাদ এনে দেওয়া স্পালেত্তির পয়েন্ট ৫৩। লিগ জিতিয়েই অবশ্য দ্রুত ক্লাব ছাড়েন স্পালেত্তি। বর্তমানে তিনি ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন। তালিকায় পরের দুটি স্থান ইন্টার মিলানের সিমোনে ইনজাগি (৫১) ও ফ্লুমিনেন্সের ফার্নান্দো দিনিজের (৩৩)।

দ্বিতীয় সেরা কার্লো আনচেলত্তি
দ্বিতীয় সেরা কার্লো আনচেলত্তি
এএফপি

৬ নম্বরে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে পুনরুজ্জীবিত করার নায়ক মিকেল আরতেতা (৩০)। বার্সেলোনাকে লা লিগা শিরোপা এনে দেওয়া জাভি হার্নান্দেজ ২৬ পয়েন্ট নিয়ে আছেন তালিকার ৭ নম্বরে।

৮–এ থাকা সেল্টিক ও টটেনহামের দায়িত্ব পালন করা আগনে পোস্তেকগ্লুর পয়েন্ট ১২। আর ৮ ও ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে আছেন অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ।


সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠার পথে এ বছর গার্দিওলা জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। শুধু অবশ্য বর্ষসেরা কোচের তালিকাতেই নয়, সামাগ্রিকভাবেও এখন সর্বকালের সেরার তালিকায় জোরের সঙ্গে উচ্চারিত হচ্ছে গার্দিওলার নাম। ৫২ বছর বয়সী এই কোচ এখন পর্যন্ত ৩টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, ১১টি লিগ শিরোপাসহ ১৪ বছরে জিতেছেন ৩৭টি ট্রফি।

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.