সৌদিতে তুরস্কের সুপার কাপ স্থগিত জাতীয় সংগীত বাজাতে না দেওয়ায়

শিরোনাম

Hotline

সৌদিতে তুরস্কের সুপার কাপ স্থগিত জাতীয় সংগীত বাজাতে না দেওয়ায়

 সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে তুর্কি সুপার কাপে অংশ নিতে যাওয়া দুই ক্লাব গ্যালাতাসারাই ও ফেনেরবাচে

সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে তুর্কি সুপার কাপে অংশ নিতে যাওয়া দুই ক্লাব গ্যালাতাসারাই ও ফেনেরবাচেএক্স

সৌদি আরবে তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেওয়া এবং আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ার অভিযোগে তুর্কি সুপার কাপ স্থগিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।

১৯৬৬ সাল থেকে তুরস্কের ঘরোয়া দুই ফুটবল টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে এক ম্যাচের তুর্কি সুপার কাপ আয়োজিত হয়ে আসছে। বেশির ভাগ ম্যাচই হয়েছে নিজেদের মাঠে। এর আগে যে চারবার বিদেশে হয়েছে, এর মধ্যে তিনবার জার্মানিতে এবং একবার কাতারে।

এবার ছিল তুর্কি সুপার কাপের ৫০তম আসর। আর এবারই প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে। কিন্তু অংশ নিতে চলা দুই ক্লাব গ্যালাতাসারাই ও ফেনেরবাচের খেলোয়াড়দের সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়ায় এবং গা গরমের সময় কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ায় তাঁরা মাঠ ছেড়ে বেরিয়ে যান; যদিও আয়োজকেরা দাবি করেছেন, ক্লাব দুটি ম্যাচের নিয়মকানুন মানেনি। গত রাতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচ কবে, কোথায় হবে, এ ব্যাপারে এখনো কিছু জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে সৌদির রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রচুর দর্শকসমাগমও হয়েছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ গ্যালাতাসারাই ও ফেনেরবাচের চাওয়া পূরণ না করায় ক্লাব দুটি যৌথভাবে না খেলার সিদ্ধান্ত নেয়।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, শুধু জাতীয় সংগীত গাইতে না দেওয়া এবং কামাল আতাতুর্কের বিখ্যাত স্লোগান ‘ঘরে শান্তি থাকলে বাইরেও শান্তি’–সংবলিত টি-শার্ট পরতে বারণ করাই নয়, দর্শকদের তুরস্কের জাতীয় পতাকা নিয়েও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি।

আয়োজক কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত বাজাতে দেয়নি
আয়োজক কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত বাজাতে দেয়নি
এক্স

টিএফএফ অবশ্য সুপার কাপ স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি লিখেছে, ‘প্রাতিষ্ঠানিক কিছু সমস্যার কারণে ২০২৩ সুপার কাপ স্থগিত করা হয়েছে। ক্লাব দুটির সঙ্গে আলোচনার পর খেলাটির নতুন তারিখ জানানো হবে।’ গ্যালাতাসারাই ও ফেনেরবাচেও যৌথ বিবৃতিতে ম্যাচ স্থগিতের নির্দিষ্ট কারণ জানায়নি।

তবে সৌদির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে জানানো হয়েছে, দল দুটি নিয়মকানুন না মানার কারণে খেলা বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজক কমিটি জানিয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী যথাসময়ে ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিলাম। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ আছে, মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়েছে।’

দর্শকদের তুরস্কের পতাকা নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হয়নি
দর্শকদের তুরস্কের পতাকা নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হয়নি
এক্স

আয়োজক কর্তৃপক্ষ, তুর্কি ফুটবল ফেডারেশন ও ক্লাব দুটি ম্যাচ স্থগিতের নির্দিষ্ট কারণ খোলাসা না করলেও বার্তা সংস্থা রয়টার্স মনে করছে, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত সম্পর্কের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

২০১৮ সালে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। বিশ্বজুড়ে আলোচিত সেই হত্যাকাণ্ডের দায় দেওয়া হয় সৌদি যুবরাজ ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে। মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে, সালমানই খাসোগিকে হত্যার নির্দেশ দেন।

দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলাতে এ বছরের জুলাইয়ে সৌদি সফরে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবু সৌদিতে তুর্কি সুপার কাপ আয়োজন নিয়ে জটিলতা দেখা দিল
দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলাতে এ বছরের জুলাইয়ে সৌদি সফরে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবু সৌদিতে তুর্কি সুপার কাপ আয়োজন নিয়ে জটিলতা দেখা দিল
রয়টার্স

দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলাতে এ বছরের জুলাইয়ে সৌদি সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সে সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়। তুরস্কের কাছ থেকে ড্রোন কেনারও ঘোষণা দেয় সৌদি আরব।

সৌদিতে প্রথমবার তুর্কি সুপার কাপ আয়োজনের দুয়ারও তখন খুলে যায়। কিন্তু কাল ম্যাচ স্থগিতের মাধ্যমে দুই দেশের সম্পর্কে যেন নতুন করে ফাটল ধরল।

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.