লেখা থেকে ভিডিও তৈরি করে দেবে গুগলের ‘ভিডিও পোয়েট’- Google VideoPoet

শিরোনাম

Hotline

লেখা থেকে ভিডিও তৈরি করে দেবে গুগলের ‘ভিডিও পোয়েট’- Google VideoPoet

 ভিডিও পোয়েট

ভিডিও পোয়েটগুগল

বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে মাতামাতি। গুগলও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকতে চাইছে। তাই এবার ব্যবহারকারীদের লেখা থেকে ভিডিও তৈরির সুযোগ দিতে ‘ভিডিও পোয়েট’ নামের নতুন লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) তৈরি করেছে গুগল।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর (এআই) ‘ভিডিও পোয়েট’ বিষয় লিখে দিলে সে অনুযায়ী ভিডিও তৈরি করতে পারে। শুধু তাই নয়, লেখার সঙ্গে পছন্দের অডিও ক্লিপ যুক্ত করলে ভিডিওতে শব্দও যুক্ত করে দেয়। ফলে সহজেই নিজেদের পছন্দের বিষয়ে ভিডিও তৈরির সুযোগ মিলবে। এরই মধ্যে ভিডিও পোয়েটের কার্যকারিতা তুলে ধরতে একটি ভিডিও প্রকাশ করেছে গুগল।

গুগলের তথ্যমতে, ভিডিও পোয়েট মূলত একটি সহজ মডেলিং পদ্ধতি। এটি এলএলএমের মাধ্যমে ভালো মানের ভিডিও তৈরি করতে পারে। প্রথমে প্রতিটি বার্তার জন্য আলাদা ভিডিও ক্লিপ তৈরি করে ভিডিও পোয়েট। এরপর সেগুলো যুক্ত করে আকারে ছোট ভিডিও তৈরি করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.