বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে মাতামাতি। গুগলও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকতে চাইছে। তাই এবার ব্যবহারকারীদের লেখা থেকে ভিডিও তৈরির সুযোগ দিতে ‘ভিডিও পোয়েট’ নামের নতুন লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) তৈরি করেছে গুগল।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর (এআই) ‘ভিডিও পোয়েট’ বিষয় লিখে দিলে সে অনুযায়ী ভিডিও তৈরি করতে পারে। শুধু তাই নয়, লেখার সঙ্গে পছন্দের অডিও ক্লিপ যুক্ত করলে ভিডিওতে শব্দও যুক্ত করে দেয়। ফলে সহজেই নিজেদের পছন্দের বিষয়ে ভিডিও তৈরির সুযোগ মিলবে। এরই মধ্যে ভিডিও পোয়েটের কার্যকারিতা তুলে ধরতে একটি ভিডিও প্রকাশ করেছে গুগল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া