আইফোন চার্জের সময় মানতে হবে যে সকল নিয়মাবলী

শিরোনাম

Hotline

আইফোন চার্জের সময় মানতে হবে যে সকল নিয়মাবলী

 আইফোন ১৫

আইফোন ১৫রয়টার্স

সম্প্রতি লাইটনিং কানেক্টরের বদলে ইউএসবি সি পোর্ট সুবিধার আইফোন ১৫ এনেছে অ্যাপল। কিন্তু টাইপ সি চার্জারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানানোর ফলে আইফোন ব্যবহারকারীদের অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। অ্যান্ড্রয়েডের টাইপ সি চার্জার আইফোনে ব্যবহার করে বিপদেও পড়েছেন কেউ কেউ। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী জানিয়েছেন, অন্য প্রতিষ্ঠানের তৈরি টাইপ সি চার্জারের মাধ্যমে ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’ চার্জ করার সময় চার্জারের কেব্‌ল গলে আইফোনের চার্জিং পোর্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে আইফোন চার্জ করার সময় বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মানহীন চার্জার ব্যবহার না করা

অন্য প্রতিষ্ঠানের তৈরি মানহীন চার্জার ব্যবহার করলে আইফোনের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে অ্যাপল। আর তাই আইফোনের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ নিরাপদ রাখতে সব সময় আইফোনের উপযোগী এমএফআই সনদ পাওয়া কেব্‌ল ও অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে।

কেব্‌লের পাওয়ার রেটিং দেখা

আইফোনে বেশি ওয়াটের চার্জার ব্যবহারের কারণে চার্জার গরম হয়ে যায়। এ জন্য ব্যবহারের আগে অবশ্যই কেব্‌লের পাওয়ার রেটিং দেখে নিতে হবে।

বিছানা বা নরম জায়গায় রেখে আইফোন চার্জ না করা

বিছানা, নরম জায়গা বা বালিশের নিচে রেখে অনেকেই আইফোন চার্জ করেন। এতে ফোনে বাড়তি তাপ উৎপন্ন হয়। এ জন্য এসব জায়গায় আইফোন চার্জ করা থেকে বিরত থাকতে হবে।

সারা রাত ধরে চার্জ না করা

অনেকেই ঘুমাতে যাওয়ার আগে আইফোন চার্জে দেন। সারা রাত ধরে চার্জ হওয়ার ফলে আইফোনের ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। শুধু তা–ই নয়, আইফোন গরমও হয়ে যেতে পারে। আর তাই চার্জ দেওয়া শেষ হলে অবশ্যই আইফোন থেকে চার্জার খুলে ফেলতে হবে।


সূত্র: গ্যাজেটস নাউ

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.